Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

কি কি সেবা পাবেন

০৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ

ডাকঘরঃ কলবাড়ী, উপজেলাঃ শ্যামনগর জেলাঃ সাতক্ষীরা।

 

ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে প্রাপ্ত সেবা সমূহঃ

 

সরকারি সেবাসমূহ : বিভিন্ন সরকারি ফরম, পাবলিক পরীক্ষার ফলাফল, অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন, ভিজিএফ-ভিজিডি তালিকা ও নাগরিক সনদ প্রভৃতি।

জীবনজীবিকা ভিত্তিক তথ্য : কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, পর্যটন, অকৃষি উদ্যোগ প্রভৃতি। জীবনজীবিকা ভিত্তিক তথ্যভান্ডার ‘জাতীয় ই-তথ্যকোষ’ (www.infokosh.bangladesh.gov.bd) থেকে এ তথ্যসমূহ প্রদান করা হয়ে থাকে। অনলাইনের পাশাপাশি ইউআইএসসিসমূহে জাতীয় ই-তথ্যকোষের অফলাইন ভার্সনও (সিডি/ডিভিডি) রয়েছে, যাতে করে ইন্টারনেট সংযোগ না থাকলেও নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া সম্ভব হয়।

বানিজ্যিক সেবা: মোবাইল ব্যাংকিং (ডাচ বাংলা, ট্রাস্ট ব্যাংক, ব্রাক ব্যাংক-বিকাশ, মাকেন্টাইল ব্যাংক), ব্রিটিশ কাউন্সিলের ইংরেজী শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, ছবি তোলা, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল, চাকুরির তথ্য, কম্পোজ, ভিসা আবেদন ও ট্র্যাকিং, দেশে-বিদেশে ভিডিওতে কনফারেন্সিং, সচেতনতামূলক ভিডিও শো, প্রিন্টিং, স্ক্যানিং, ফটোকপি, লেমিনেটিং, ফ্লেক্সিলোড, ফোন কল করা প্রভৃতি।

 

ছক নং ১

 

অফলাইন সেবা

অনলাইন সেবা

কম্পিউটার কম্পোজ ও প্রিন্ট।

অনলাইনে জন্ম নিবন্ধন।

ছবি তোলা।

ই-মেইল।

স্ক্যানিং করা।

বিভিন্ন সরকারী ফরম পূরন।

ফটোকপি।

বিভিন্ন পরীক্ষার রেজাল্ট প্রদান।

লেমেনেটিং।

অনলাইনে বিশ্ববিদ্যালয় ভর্তি।

বিভিন্ন প্রকার স্ট্যাম্প লেখা।

অনলাইনে শিক্ষকনিবন্ধন ফরম পূরণ।

কম্পিউটার প্রশিক্ষণ

অনলাইনে ভারতীয় ভিসা আবেদন।

বিভিন্ন মাহফিলে ও সভা,সেমিনারে

প্রজেক্টর ও ভিডিও ক্যামেরা ভাড়া।

অনলাইনে পার্সপোর্ট আবেদন ফরম পূরণ।

কম্পিউটার সার্ভিসিং।

স্কাইপের মাধ্যমে ছবি দেখে দেশ বিদেশে কথা বলা।

মোবাইল ব্যাংকিং

অনলাইনে বিভিন্ন প্রকার চাকুরির আবেদন ফরম পূরণ।

 

জমির নকল প্রাপ্তির আবেদন।

 

ইন্টারনেট ব্রাউজিং।

 

কৃষি ভিত্তিক বিভিন্ন তথ্য প্রদান।

জেলা প্রশাসক বরাবর নাগরিক ও দাপ্তরিক আবেদন

যোগাযোগঃ ০১৯১৯-৭৪৫৭৬১

email : anamul.uisc@gmail.com

                         web :burigoaliniup.satkhira.gov.bd

ছবি


সংযুক্তি


সংযুক্তি (একাধিক)